মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর ছুড়িকাটা বটতলা সৈকত ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে ওই অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ নৌবাহিনীর আমতলী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়া সাফাত (শিক্ষা) বিএন,পি নং ৩৯৯৫ এর নেতৃত্বে নৌবাহিনীর ১০ সদস্য ও আমতলী থানা ও ট্রাফিক পুলিশের ৪ জন সদস্য অভিযানে অংশ নেয়।
চেকপোস্ট চলাকালীন অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ সড়কে আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তাদের তল্লাশি করা হয়।

অভিযানকালে মোট ১৮৯টি মোটরসাইকেল, ৯টি বাস, ৭টি প্রাইভেটকার, ৫টি ট্রাক, ২২টি মাইক্রোবাস, ৯টি সিএনজি ও ১৯টি মাহিদ্রা গাড়ি তল্লাশি করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১২টি মামলা দায়ের করা হয়। বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের হেলমেট ব্যবহার না করার কারনে সড়ক আইনে মামলা দায়ের করা হয়।
অভিযানে মোট ৩২ হাজার ৫০০টাকা জরিমানা আদায়ের পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকায় ৩টি সিএনজি ও ২টি মোটরসাইকেল এবং ১টি মিনি ট্রাক জব্দ করে আমতলী থানায় নিয়ে আসা হয়।

স্থানীয়রা জানান, নিয়মিত এভাবে চেকপোস্ট বসিয়ে যৌথ অভিযান পরিচালিত হলে এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করবে এবং জনসাধারনের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি পাবে।
চেকপোস্ট শেষে লেফটেন্যান্ট শাহরিয়ার সাফাত জানান, নৌবাহিনী ও পুলিশের এই সমন্বিত উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সড়কে চালকদের সচেতনতা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরো জোরদার করা। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















