মশাহিদ আহমদ, মৌলভীবাজার : কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে আপন দুই ভাই শাহ আলম মিয়া (৩৫), ও মফিজ মিয়া (৫৫)গংরা মিলে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে গত ৫ ডিসেম্বর রাত অনুমান ৮ ঘটিকার দিকে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী কামাল মিয়া বাদী হয়ে- তার স্ত্রীর আপন দুই ভাই শাহ আলম মিয়া (৩৫), ও মফিজ মিয়া (৫৫), ফুল মিয়া (৫০), রুহেল মিয়া (২৫), রুবেল মিয়া (২৩), সোহাগ মিয়া (২০), সকিনা বেগম (৪৫)গং বিবাদী করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় আজ ৭ ডিসেম্বর কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং গুরুতর আহত বকুল বেগম (৩৫) মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিবরণে জানা গেছে- গত ৫ ডিসেম্বর জায়গা সংক্রান্ত বিরোধীয় বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সামিলে বৈঠকের সিদ্ধান্ত হয়।
কিন্তু, বৈঠকের আগেই ঘটনার তারিখ ও সময়ে আমি আমার স্ত্রী ১নং সাক্ষী বকুল বেগম, আমার জেঠরী ২নং সাক্ষী বেগম বিবি ও ৩নং সাক্ষী ছাদিক মিয়াকে সাথে নিয়ে মৌলভীবাজার হইতে ঘটনাস্থলে আসিয়া আমার বসত ঘরে প্রবেশ করা মাত্র উল্লেখিত সম‚হ বিবাদীগণ প‚র্ব পরিকল্পিতভাবে, তাহাদের হাতে থাকা ধারালো দা, কাঠের রোল, লোহার রডসহ দেশীয় অস্ত্রদিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ থানার এস আই রাজিব চন্দ্র রায় জানান- লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





















