ষ্টাফ রির্পোটার:- ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং পিপিএম ২০১৮ পদকে ভূষিত হওয়ায় পুরস্কার পেলেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক কামরুল হাসান। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী ) ঢাকা রেঞ্জের অফিসে ডিআইজি আবদুল্লাহ আল মামুনের হাত থেকে পুরস্কার গ্রহন করেন কামরুল হাসান। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন-অর-রশিদসহ ঢাকা বিভাগের সকল পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন।
অস্ত্র উদ্ধার,মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামী ধরে এর আগেও কামরুল হাসান বেশ কয়েকবার ঢাকা বিভাগ ও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন।
প্রতিক্রিয়া ব্যক্ত করে কামরুল হাসান জানান, অতীতের ন্যায় ভবিষ্যতেও যেন এর ধারা অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।