বরগুনার আমতলীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রবীণ ও তরুণদের আয়োজনে সোমবার ৮ডিসেম্বর সকাল ৯টায় উপজেলার ৪নং হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের নাঈম হাওলাদার এর বাড়ির সামনের বিলে এ লড়াই অনুষ্ঠিত হয়।
এতে আবুল বাশার চৌকিদার ও শহিদ হাওলাদার এর দুটি বলি মহিষ অংশ নেয়। দুই মহিষের দুর্দান্ত লড়াই দেখে অনেকটা উচ্ছ্বসিত ছিলো হাজারো দর্শক।
স্থানীয়রা জানায়, বলি মহিষ দুটি ছিলো প্রচন্ডভাবে তেজী। প্রথম থেকেই একে অপরের উপড় আক্রমণ,যেন একে অপরকে তীব্র ভাবে হারানোর জন্য আপ্রান চেষ্টা,থেমে থেমে লড়াই করেছিল বলি মহিষ দুটি, প্রায় ১০ মিনিটের লড়াইয়ে আবুল বাশার চৌকিদারের বলি মহিষটিকে হরিয়ে শহিদ হাওলাদার এর বলি মহিষ বিজয় হয়। পরে মালিকপক্ষ মহিষ দুটি নিয়ে চলে যায়।
তবে আগে গ্রামবাংলার প্রায় সব অঞ্চলে মহিষের লড়াই আয়োজন করা হতো। এতে মালিকরা তাদের বলি মহিষকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রস্তত করতেন।লড়াইয়ের অংশ নেওয়া মহিষদের গায়ে সরিষার তেল মালিশ করা হতো। এছাড়া খাওয়ানো হতো পুষ্টিকর খাবার এমটাই জানিয়েছেন স্থানীয় প্রবীণরা।তারা মনে করেন, ঐতিহ্য ধরে রাখতে নিয়মিত এ ধরণের প্রতিযোগিতার আয়োজন করা উচিত। এতে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি বাঁচিয়ে রাখার পাশাপাশি তরুণ প্রজন্মদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হবে।
আবুল বাশার চৌকিদার ও শহীদ হাওলাদার জানান, শান্তিুপূর্ণ পরিবেশে আমাদের মহিষের লড়াই সম্পন্ন হয়েছে। লড়াইয়ে সবাইকে আনন্দ দিতে পারাটাই আমাদের বিজয়।ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান দু’জনে।





















