বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি কড়ইতলা বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের কড়ইতলা এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
৯নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া ও ধর্ম-বিষয়ক সম্পাদক সেলিম মিয়ার সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক কামরুল হাসান শরীফ, সদস্য ইউসুফ মিয়া, আরিফ সাউদ, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ জাহান, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আলিম, সিনিয়র সহ-সভাপতি সোহান, সাধারণ সম্পাদক সিফাত, হাসান প্রধান, কাউসার, রিয়াদ, স্বাদ ও সিয়াম প্রমূখ।
দোয়ার পূর্বে প্রধান অতিথির বক্তব্য সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিন বারের প্রধানমন্ত্রী হয়েও নিজের জন্য কিছুই করে নাই, দেশের জন্য আমাদের নেত্রী অনেক কিছু করেছে, আজকে আমাদের নেত্রী অসুস্থ আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।
তিনি আরো বলেন, স্বৈরাচরী শেখ হাসিনা বারবার মিথ্যা মামলা দিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্যাতন করেছেন, ওনার (খালেদা জিয়া) স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্যান্টনমেন্টের বাড়িটা পর্যন্ত নিয়ে গেছে স্বৈরাচারী শেখ হাসিনা, এতো দুঃখ কষ্টের পরও আমাদের নেত্রী আমাদের ছেড়ে চলে যায়নি।
আমাদের নেত্রী আজকে গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় আছেন, আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, দেশনেত্রী যেন সুস্থ হয়ে আবার এই দেশে বিএনপির সরকার গঠন করে দেশটাকে যেন সুন্দর ভাবে পরিচালনা করতে পারেন।





















