আমতলী (বরগুনা) থেকে জিএম ফিরোজ আলম:- বরগুনার আমতলী উপজেলার ৭টি ইউনিয়নও ১টি পৌরসভার গ্রামাঞ্চলে তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চাষীদের দম ফেলার ফুসরত নেই।
সরেজমিনে দেখা গেছে, আমতলী উপজেলার আঠারোগাছিয়া, হলদিয়া, সদর ইউনিয়ন চাওড়া, কুকুয়া ও গুলিশাখালী ইউনিয়নের তরমুজ চাষিরা ইতোমধ্যে জমি চাষাবাদ করে বীজ বপন শুরু করেছেন। বাজারে এক কৌটা (১০০ গ্রাম) বিগ ফ্যামিলি ৪৫০০ টাকা ও এশিয়ান ২ বীজ ৪২০০ টাকা, আস্থা ৩৬৫০ সুপারগেট অন ৪১০০ টাকা, বেঙ্গল কিং ৩৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
চাওড়া ইউনিয়নের পাতাকাটা, চন্দ্রা, হলদিয়া ইউনিয়নের উত্তর-দক্ষিণ রাওঘা, পূর্বচিলা, রামজি, টেপুরা, কুকুয়ার কৃষ্ণ নগর গ্রাম ঘুরে দেখা গেছে, কৃষকরা মাঠে কাজ করছেন। তরমুজ বীজ বপনের জন্য জমিতে বীজবপন শুর করছেন। এ কাজ করতে ঘরের নারী ও শিশুরাও বসে নেই। তারাও পুরুষের পাশাপাশি কাজ করছে।
হলদিয়ার আবু সালেহ মেম্বার বলেন, আমি এবছর ১১ একর জমিতে তরমুজ চাষ করেছি। বীজের দাম বেশি হওয়ায় গত বছরের তুলনায় এ বছর খরচ বেশি হবে।
আমতলী কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর এ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মাত্র ৫০০০ হেক্টর। বেলে-দোআঁশ মাটি তরমুজ চাষের জন্য উপযোগী হওয়ায় আমতলীতে রসালো তরমুজ চাষ ভালো হয়। আমতলী উপজেলার আঠারোগাছিয়া, কুকুয়া, হলদিয়া ও চাওড়া ইউনিয়নে তরমুজের ফলন ভালো ফলন হয়।
আমতলী উপজেলা কৃষি অফিসার মোঃ রাসেল বলেন, এবছর লক্ষ্যমাত্রা ৫০০০ হাজার হেক্টর আশা করি লক্ষ্যমাত্রার বেশি তরমুজ চাষ হবে। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর তরমুজের ফলন ভালো হবে বলে আশা করছি।





















