প্রেস বিজ্ঞপ্তি:- আন্তর্জাতিক মানবাধিকার দিবস–২০২৫ উপলক্ষে কেন্দ্রীয় অফিসে আজ আয়োজিত আলোচনা সভা ও সচেতনতা কর্মসূচিতে দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি, নাগরিক স্বাধীনতা এবং ন্যায়বিচারের প্রশ্নে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কমরেড বদরুল আলম এবং সঞ্চালনায় ছিলেন জায়েদ ইকবাল খান।
বক্তব্য রাখেন রেডিমেড গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমিন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহ-সভাপতি রেহানা বেগম, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আঁখি আক্তার, কিষাণী সভার নেত্রি আশামনি, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি জাকির হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে কমরেড বদরুল আলম বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তা কোনো রাষ্ট্রীয় অনুগ্রহ নয়; এগুলো মানুষের জন্মগত ও অবিচ্ছেদ্য অধিকার। তিনি বলেন, বৈষম্য, নিপীড়ন ও দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং নাগরিক স্বাধীনতা ও আইনের সমান প্রয়োগ নিশ্চিত না হলে কোনো রাষ্ট্রই গণতান্ত্রিক হতে পারে না।
তিনি আরও উল্লেখ করেন সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা, রাষ্ট্রীয় সেবায় বৈষম্য দূর করা, মত প্রকাশ ও সংগঠনের স্বাধীনতা রক্ষা করা, এবং প্রান্তিক মানুষের ন্যায়বিচার সুরক্ষা–এসব আজকের বাস্তবতায় অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে বক্তারা দেশের সাম্প্রতিক মানবাধিকার চ্যালেঞ্জ–নির্যাতনসহ অভিযোগ, বিচারহীনতার প্রভাব এবং শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষায় শক্তিশালী নাগরিক উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। তাঁদের মতে, মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে, দমন-পীড়নের বিরুদ্ধে গণআন্দোলনকে বিস্তৃত করতে হবে এবং মানবাধিকার শিক্ষা স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।
আয়োজকরা জানান যে মানবাধিকার দিবসের অঙ্গীকার বাস্তবায়নে আগামী বছরজুড়ে প্রশিক্ষণ কর্মশালা, মানবাধিকার পর্যবেক্ষণ রিপোর্ট, আইনগত সহায়তা কার্যক্রম ও সচেতনতামূলক প্রচার অভিযান অব্যাহত থাকবে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস–২০২৫ উপলক্ষে সকলকে মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।




















