নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সাংবাদিকদের নিয়ে সদর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন মতবিনিময় সভা করেন। এসময় উপজেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হোন এবং সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ গ্রহন করেন।
১১ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা।
উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ফতুল্লা সার্কেল মোহাম্মদ আসাদুজ্জামান নূর, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ ২৪.কমের সম্পাদক ও প্রকাশক মোঃ শহীদুল্লাহ্ রাসেল, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মাসুম, ৭১ টেলিভিশন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান, গেøাবাল টেলিভিশন নারায়ণগঞ্জ প্রতিনিধি মনিরুল আলম সহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারকে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে তুলে ধরেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। সাংবাদিকদের বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসার ফয়েজ উদ্দিন বলেন, আমি এটা বিশ্বাস করি আমি যেখানে কাজ করি সেটা আমার নিজের উপজেলা। যে উপজেলাতেই আমি দায়িত্ব পালন করি সেটা আমার নিজের উপজেলা মনে করিই দায়িত্ব পালন করি কারন একজন প্রশাসনের দায়িত্ব কর্মকর্তা হিসেবে আমি আমার নিজের এলাকায় কাজ করার সুযোগ পাবো না। এজন্য আমি যে উপজেলায় কাজ করার সুযোগ পাই সেটাকে আমার নিজের উপজেলা মনে করে করি। আমি মনে করি আমার কাজের দ্বারা যেন আপনেরা আমাকে মনে রাখতে পারেন এবং প্রশাসনের ভাবমূর্তি যেন অক্ষত থাকে সেই সহযোগিতা আপনাদের কাজ থেকে আমি চাইবো।
ইউএনও আরও বলেন, আমরা যখন কাজ করি আমাদের কাজ করার অন্যতম পরামর্শক বা সহযোগী যাদের বলি তারা হলো সংবাদকর্মী। আপনেরা যারা সাংবাদিক আছেন তারা আমাদের বিভিন্ন তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। সেই পরামর্শ ও তথ্য নিয়ে কিন্তু আমরা কাজ করি। আমরা সর্ব সময়ের জন্য উপজেলায় থাকতে চাইলেও সম্ভব নয়।
তিনি আরও বলেন, আপনেরা হচ্ছেন সমাজের দর্পন। আমি সেই দর্পন দিয়ে আমার পুরো উপজেলাটাকে দেখবো। আপনেরা এখানে যে সমস্যাগুলো তুলে ধরেছেন প্রতিটি সমস্যা আমরা দেখবো৷ আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে এখানকার যে সমস্যাগুলো রয়েছে তা সমাধানের কাজ করার জন্য। এই সমস্যাগুলো নিয়ে আমাদের জেলা প্রশাসক ও নতুন পুলিশ সুপার মহোদয়ের সাথে বসে স্থায়ী একটা সমাধানের জন্য। এছাড়া এখানে দায়িত্বপ্রাপ্ত র্যাব, সেনাবাহিনী কর্মরত রয়েছে, বিভিন্ন দপ্তর রয়েছে সবাই এক সাথে এই উপজেলাটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। নারায়ণগঞ্জ সদর উপজেলাটাকেও আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমি মনে করি আমার যে কর্মক্ষেত্র প্রতিটি জায়গায় সরকার কিছু চ্যালেঞ্জ দিয়ে পাঠায় সে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা আমার কাজ।





















