ফ্রানচিলিয়া গমেজ একাধারে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ৩৭ বছর চাকরি করে বিধি মোতাবেক ৫৯ বছরে ২০২১ সালে অবসরে যান এবং ২০২৫ সালের ২৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে মৃত্যুবরন করেন।
ডিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন ও আনাসের দাবি কৃত ঘুষের টাকা প্রদান না করায় দীর্ঘ পৌনে ৫ বছরেও পাননি পেনশন ফ্রানচিলিয়া গমেজ।
এমনকি পেনশনের টাকা না পেয়ে অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে প্রায় ৫ মাস আগে মৃত্যুবরণ করেন নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের প্রাক্তন নার্সিং সুপারভাইজার ফ্রানচিলিয়া গমেজ।
তার মৃত্যুর পর স্বজনরা আনোয়ারের অফিসে ধর্না দিয়েও আনোয়ারের এক গুয়েমীর কারণে পেনশনের টাকা পাচ্ছেন না এমনটি অভিযোগ তার পরিবারের।
সার্ভিস বুকের উপর নির্ভর করে পেনশনের সুবিধা পাওয়া না পাওয়ার বিধান রয়েছে। সার্ভিস বুকে ফ্রানচিলিয়া গমেজের কোন দাগ না থাকলেও একমাত্র ঘুষের দাবীকৃত টাকা প্রদান না করায় পেনশন আটকে রাখা হয়েছে বলে জানান তার স্বামী সৌরভ দেউড়ী।
ফ্রানচিলিয়া গমেজের স্বামী রিচার্ড সোরভ দেউড়ী ও তার পুত্র বিনয় দেউড়ী গনমাধ্যম কর্মীদের জানান, সার্ভিস বুক,এনআইডি কার্ডে জন্ম সাল সঠিক থাকলেও সিভিল সার্জন অফিস ও ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফাইন্যান্স অফিসের রেষারেষির বলি হয়েছেন ফ্রানচিলিয়া গমেজ।
২০২৫ সালে ৩ নভেম্বর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর মহাখালী ঢাকার উপ-পরিচালক (প্রশাসন) মোসাম্মৎ মঞ্জু আখতার সার্ভিস স্ট্যটমেন্ট ও ইএলপিসি ইস্যু কারণ করার জন্য ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার আনোয়ার হোসেন কে লিখিত পত্র প্রদান করেন। যার স্মারক নাম্বার ডিজিএনএম/শা-১/১ফ-১৭১/৮৪-৩৪৭৩।
তাতে সার্ভিস স্ট্যাটমেন্ট ও ইএলপিসি ইস্যুকরন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
ফ্রানচিলিয়া গমেজের পুত্র তনয় দেউড়ী বলেন, ঘুষখোর আনোয়ার হোসেন ২০২৪ সালে নারায়নগঞ্জে যোগদান করে ঘুষ দাবী করেন। ঘুষের দাবীকৃত টাকা না দেওয়ার কারনে অবসরে যাওয়ারপ্র্রায় পৌনে ৫ বছরেও পেনশন পাননি দাবী করেন তারা। আনোয়ার হোসেন ঘুষের টাকায় তার এক ছেলেকে আমেরিকায় পড়ালেখা করাচ্ছেন এবং সোনারগাঁওয়ে একটি বিশাল জায়গা নিয়ে বহুতল ভবন নির্মাণ করেছেন। যা দূর্নীতি দমন কমিশন তদন্ত করলে আনোয়ার হোসেনের আয়ের সাথে সম্পদের অসংগতি উম্মোচন হবে।
তার পুত্র বিনয় দেউড়ী বলেন,এর আগে আনোয়ার হোসেন বলেছিলেন সিভিল সার্জন ম্যানেজ ফর মানি হলে আমি কেন পাবো না। যার একটি অডিও কল বিনয় দেউড়ীর কাছে সংরক্ষিত রয়েছে।
এ ব্যাপারে জানতে ডিস্ট্রিক্ট একাউন্ট অ্যান্ড ফিন্যান্স অফিসার আনোয়ার হোসেনের কার্যালয়ে গেলে তিনি গণমাধ্যম কর্মীদের সাক্ষাত না দিয়ে তার অধীনস্থ কর্মকর্তা আনাস ও হাসানের সাথে কথা বলতে বলেন।
এ ব্যাপারে হাসান ও আনাস বলেন তার জন্ম সনদ ভুল রয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর জন্ম তারিখ সংশোধন পূর্বক একটি পত্র দিলেই আমরা তার পেনশনের ব্যবস্থা করবো। এছাড়া আমাদের কিছু করার নাই।





















