নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ফুটপাত-রাস্তা একাকার, এখনে সিএনজি, অটোরিক্সা,লেগুনা ড্রাইভার আর ভাসমান হকারই যেন ফুটপাতের রাজা।ফুটপাত দখলে নেওয়ায় লোকজনকে চলাচল করতে হয় রাস্তা দিয়ে। এরমধ্যে রাস্তায় হাঁটার মতো সুযোগ নেই। রাস্তাও দখলে। যানবাহন আর অবৈধ স্ট্যান্ডে ছেয়ে গেছে সাইনবোর্ড। যার যেখানে যেমন খুশি গড়ে তুলেছে স্ট্যান্ড। বৈধ-অবৈধ পরিবহণের শ্রমিকরাই যেন ‘রাস্তার রাজা’। ফুটপাত ও রাস্তা দখলের ফলে নগরীর যাত্রীসাধারণ বিপাকে। ফুটপাত দখলকারী হকার ও রাস্তা দখলকারী পরিবহণ শ্রমিক, অবৈধ স্ট্যান্ডের নিয়ন্ত্রকদের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা যেন অপরাধ। এ নিয়ে প্রশ্ন তুললেই তারা পালটা প্রশ্ন করে বসেন- ‘আমরা কিতা মাগনা বইসিনি (আমরা কি ফ্রি বসেছি)। এ নিয়ে হকার, পরিবহণ শ্রমিকদের সঙ্গে পথচারীদের ঝগড়া এমনকি মারামারির ঘটনাও ঘটে প্রায় প্রতিদিনই। আবার কে তাদের চাঁদা তুলে, কারা তাদের কাছ থেকে বখরা নেয় এটা প্রকাশ করতেও রাজি নয় এসব অবৈধ দখলদাররা।
সিদ্ধিরগঞ্জ থেকে পাঁচটি লাউ কিছু পেপে আর অল্প শাক নিয়ে সাইনবোর্ড সামনে বসেছিলেন নয়ন মিয়া। তিনি জানান, বিক্রির আগেই সবজী নিয়ে বসতেই তার কাছে ১০০ টাকা চান একজন। পরে বিক্রি করে ৭০ টাকা দিয়েও সন্তুষ্ট করা যায়নি। সাইনবোর্ড স্ট্যান্ডে রাত দিন ২৪ ঘন্টা চারো সাইড দখলে থাকে সিএনজি, অটোরিক্সা,লেগুনা ,তার পাশাপাশি, ভাসমান হকারদের খাদ্য সামগ্রী । ওইসব দোকানের আশপাশে বখাটে কিশোর অপরাধীরাও জটলা বেধে থাকে ক্রেতার বেশে। প্রায় সময়ই চলাচলরত পথচারী অভিভাবকদের সামনেই মেয়ে শিশু শিক্ষার্থীদের লক্ষ্য করে শিষ দেয় বখাটে কিশোর অপরাধীরা, আপত্তিকর মন্তব্য, সুযোগ পেলে নানা অঙ্গভঙ্গিও করে থাকে।
নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে যানজট অন্যতম বড় সমস্যা হচ্ছে সিএনজি, অটোরিক্সা,লেগুনা ফুটপাতের ভাসমান হকার যা সমাধান করতে হলে প্রশাসনের সদিচ্ছা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অবৈধ স্ট্যান্ড গুলোকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে ট্রাফিক বিভাগকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক সিএনজি, অটোরিক্সা,টেম্পু রেখে বন্ধ থাকায় সড়কে চাপ ও যানজট বেড়েছে। এলোমেলোভাবে গাড়ি রাখায় যা যানজট আরও দীর্ঘায়িত হচ্ছে। যদি এই কাজটি পরিকল্পিত ও নিয়ন্ত্রিতভাবে করা হয়, তাহলে যানজট অনেকটাই হ্রাস পাবে।





















