বিজয় দিবসের প্রথম প্রহরের আগে সাংবাদিক-শিক্ষক আনিস আলমগীরের শর্তহীন মুক্তি ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের আল্টিমেটাম দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ১৫ ডিসেম্বর প্রেরিত এক বিবৃতিতে এই আল্টিমেটাম দেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম যুগ্ম মহাসচিব মনির জামান ও ওয়াজেদ রানা। নেতৃবৃন্দ আরো যৌথ বিবৃতিতে আরো বলেন, নির্মম হলেও সত্য যে, জাতির সাথে বাক স্বাধীনতা- বৈষম্য নিরসন, দুর্নীতিরোধ, দ্রব্যমূল্য স্থিতিশীল ও আইন-শৃঙ্খলার উন্নতির অঙ্গীকারের মধ্য দিয়ে শপথ নেয়া অন্তবর্তী সরকার গত ১৫ মাসে সবচেয়ে বেশি সাংবাদিক, রাজনীতিক ও এক্টিভিটিস্টদের উপর চড়াও হয়েছে। যার সর্বশেষ প্রমাণ আনিস আলমগীরের মত একজন বরেণ্য সংবাদযোদ্ধাকে আটক করে গ্রেফতার দেখানোর মধ্য দিয়ে তারা দিয়েছে। এই সরকারের প্রধান উপদেষ্টা যেমন তেমন, স্বরাষ্ট্র উপদেষ্টা একদমই অযোগ্য-অথর্ব এবং বোধহীন। তাকে অপসারণের পাশাপাশি শর্তহীনভাবে বাংলাদেশে সকল সাংবাদিকের আমরা মুক্তি না দিলে দেশে সাংবাদিক-নাগরিক সমাজকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আর যদি সরকার শর্ত মেনে নেয়, তাহলে প্রমাণ হবে বাংলাদেশে স্বাধীনতার চুয়ান্ন বছরে অন্তত একটা সরকার বাক স্বাধীনতার পক্ষে ছিলো। তা না করে যদি দেশে বিজয় দিবস পালনের মত একটি মহান দিনে সরকার প্রধান অংশ নেন, তা হবে বাক স্বাধীনতার বিরুদ্ধে তার অবস্থান জানান দেয়ার শামিল।
এসময় নেতৃবৃন্দ আরো বলেন, মহান বিজয় দিবসকে সামনে রেখে বলতে চাই- ২০২৪ সালের আন্দোলনে ৮৬৫ হত্যাকা-ের বিচার যেভাবে হচ্ছে, ঠিক একইভাবে ৩০ লক্ষ মানুষের ঘাতক, ২ লক্ষ মা- বোনের ধর্ষকদের বিচার কার্যকর করতে হবে। বিএনপি-জামায়াত-আওয়ামী লীগ বা অন্য যে কোনো দলের যত বড় নেতাই হোক, বিচারের আওতায় আনার মধ্য দিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের কোনো ঠাঁই হবে না। একই সাথে দালাল-দোসরদের অভিযোগে আওয়ামী লীগসহ প্রায় ২৫ টি নিবন্ধিত রাজনৈতিক প্লাটফর্মের রাজনীতি যেভাবে বয়টক করেছে, সেভাবে তাহলে লক্ষ লক্ষ মানুষকে হত্যার অভিযোগে কেন জামায়াত-শিবিরসহ স্বাধীনতা বিরোধী দলগুলোকে নিষিদ্ধ করতে হবে।





















