১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও দোসর এবং চাঁদাবাজ শহীদকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার দিবাগত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ২ টায় শহরের গলাচিপা এলাকায় শহীদের নিজ বাসা হতে আটক করে পুলিশ।
জানা যায়,গত আওয়ামী লীগের সরকারের শাসনামলে শহীদ নিজেকে আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখল ও নিরীহ লোকদের হয়রানি করে আসছিল। শামীম ওসমানের অন্যতম সেনানী শাহ নিজামের একনিষ্ঠ কর্মী হিসেবে শহরের গলাচিপা,দিগু বাবুর বাজারে চাদাঁবাজি,দখল,নিরীহ লোকদের হয়রানি করে আসছিল।
২০২৪ সালে জুলাই – আগষ্টে আওয়ামী লীগ সরকারের অপশাসনে অতিষ্ঠ হয়ে গন আন্দোলন শুরু হলে শহীদ দেশী বিদেশী অস্ত্র নিয়ে হামলা চালায়।এ ঘটনায় থানায় মামলা হলে শহীদকে সদর মডেল থানা পুলিশ আটক করে কোর্টে সোপর্দ করে।শহীদ শহরের গলাচিপা এলাকার মৃত মানিক মিয়ার পুত্র।





















