মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার সকালে বেনাপোল বাজারে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্টিত হয়েছে।

বেনাপোল বল ফিল্ড থেকে মিছিলটি শুরু হয়ে বেনাপোল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বাংলাদেশে, আসবে ফিরে বীরের বেশে’এবং ‘আমার দেশ, তোমার দেশ, সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে স্বাগত মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন৮৫ যশোর ১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন,দীর্ঘ ১৮ বছর পর দেশের মানুষের আশা-আকাঙ্খা বাস্তবায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে তারেক রহমান দেশে ফিরছেন। তিনি বাংলাদেশের জনগণের শক্তির ওপর ভর করেই সব ষড়যন্ত্র মোকাবিলা করবেন।
তারেক রহমানের আগমনের মাধ্যমে দেশ ও জাতির নেতৃত্বে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। তিনি বলেন, ৩১ দফার আলোকে সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।
এ সময় বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজ উদ্দিন আহমেদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ সহ হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।





















