নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি হাজী আঃ সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
২নং ওয়ার্ড বিট পুলিশিং এর আয়োজনে উক্ত সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনমুখী নানা বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান, (অপারেশন) মোঃ ওমর ফারুক, উপ-পরিদর্শক মাহবুব আলম, মোঃ জাকিরুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ ফজলুল হক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি হাজী জহিরুল ইসলাম, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া, জামায়াতের সিদ্ধিরগঞ্জ পশ্চিমের আমির মোহাম্মদ মাহবুব আলম প্রমুখ।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান বলেন, এলাকায় যদি কোন দোসর থেকে থাকে, যার দ্বারা সাধারন মানুষ নিরীহ মানুষ নির্যাতিত হয়েছে, আমাদেরকে জানাবেন আমরা আইনগত ব্যবস্থা নেব।
সিদ্ধিরগঞ্জ এলাকা মাদকে পরিপূর্ণ, আমরা মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে সমাজের সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে আমরা সবাই যদি সচেতন থাকি তাহলে কোন ধরনের অন্যায় হবে না। এক্ষেত্রে সকলের ঐক্যগত সহযোগিতা জরুরী।




















