নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হামছাদি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মহিউদ্দিন ও মহসিনের উপর হামলায় অভিযোগ পাওয়া গেছে একই এলাকার শাহাবুদ্দিনগংদের বিরুদ্ধে। এ বিষয়ে মৃত.আবদুল মালেকের ছেলে মো.ওমর ফারুক সোনারগাঁ থানায় শাহাবুদ্দিনগংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে ওমর ফারুক উল্লেখ করেন যে, বিবাদীগনদের সহিত জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়া বিরোধ চলে আসিতেছিল। বিবাদীরা হামছাদি সাকিনস্থ বাড়ি ও খাস জমি জোড় পূর্বক দখলের চেষ্টা করিয়া আসিতেছিল। যার প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা দায়ের করি বিজ্ঞ আদালতের আদেশক্রমে প্রশাসনের লোকজন বিবাদীদের নোটিশ নিয়া গেলে বিবাদীরা আমাদের উপর ক্ষিপ্ত হয়।
এ কারনে মৃত মোতালেব এর ছেলে শাহাবুদ্দিন,গিয়াসউদ্দিনের ছেলে জাকারিয়া ও আরাফাত,মৃত.মান্নান মিয়ার ছেলে শাহ জালাল শাহাবুদ্দিনের স্ত্রী হামিদা বেগম,মৃত.মান্নানের ছেলেমাইদুল,আসাবুল,শাহ জালালের ছেলে ফয়সাল ও ফরহাদ,বাওেশ মিয়ার ছেলে ইব্রাহিম,ইব্রাহিমের ছেলে ইসমাইল,মৃত.মোতালের মিয়ার ছেলে ওয়াজকরনী,মৃত.আবুল হোসেনের ছেলে আবু বক্কর ও ময়নাসহ অজ্ঞাতনামা ৪/৫ জন গত ৮ জানুয়ারী বিকেল সাড়ে ৪টায় বিবাদীরা ধারালো চাপাতি, রামদা, ছেলদা, ছোরা, লোহার রড, হকিষ্টিক, বাশের ও কাঠের লাঠি সহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামছাদি সাকিনত্ব আমাদের বসত বাড়িতে অনাধিকার প্রবেশ করতঃ বিবাদীরা আমাদের অফথা ভাষায় গালাগালি করিতে থাকে। তখন আমি, আমার চাচাত ভাই মহিউদ্দিন (৩৫) ও অপর চাচাত ভাই মহসিন, কবিরগণ বিবাদীদের মৌখিক ভাবে প্রতিবাদ করিলে বিবাদীরা আমাদের এলোপাথাড়ী ভাবে মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। ১নং বিবাদী ভাহার হাতে থাকা লোহার রড দিয়া হত্যার উদ্দেশ্যে আমার মাথায় আঘাত করিয়া গুরুতর জখম করে ২নং আসামী জাকারিয়ার হাতে থাকে ধারালো চাপাতি দ্বারা আমার চাচাত ভাই মহসিন এর মাথায় কোপ মারিয়া মারাত্মক গুরুতর রক্তাক্ত জখম করে। ৬নং আসামী সাইফুল ও ৭নং আসামী আসাবুলদ্বয়ের হাতে থাকা ধারালো ছেলদা দিয়া মহিউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোণ মারিয়া গুরতর মারাত্মক রক্তাক্ত কাটা জখম করে।
অনান্য আসামীগন উপর্যুপরী আমাদের এলোপাথারী ভাবে পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে আমাদের সাহায্য করার জন্য আমার ভাতিজী হাবিবা (২২) ও বিল্লাল এগিয়ে আসিলে বিবাসীগন তাহাকেও মারপিট করিয়া নিলাফুলা জখম করে এবং বিবাদী সহিদা আমার ভাতিজীর গলা হতে ১ ভরি ওজনের স্বর্নের চেইন নিয়ে যায়। বিবাদী শাহজালাল আমার চাচাত ভাই বিল্লালের কাছে থাকা নগদ ১০ হাজারটাকা নিয়ে যায়। আমাদের ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসিলে বিবাদীগন আমাদের পরবর্তীতে খুন গুমের হুমকি দিয়ে চলিয়া যায়। পরে আমি ও আমার ভাভিজা মহদিন ও মহিউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগায়ে চিকিৎসা গ্রহন করি।




















