নারায়ণগঞ্জ জেলার সংসদ সদস্য প্রার্থীদের জন্য বুধবার ছিলো প্রতীক বরাদ্দের দিন। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের সরাসরি উপস্থিতি লক্ষ্য করা যায়। কেউ কেউ নিজে উপস্থিত হন, আবার কেউ প্রতিনিধি পাঠান।
এদিন ফতুল্লার বহিষ্কৃত দুই নেতা—দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া গিয়াস উদ্দিন আহমেদ ও মো. শাহ আলম—জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন।
প্রথমে প্রতীক বরাদ্দের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন গিয়াস উদ্দিন আহমেদ। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন আরেক স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম।
মো. শাহ আলম গিয়াস উদ্দিনকে দেখেই ‘আসসালামু আলাইকুম গিয়াস উদ্দিন ভাই’ বলে সালাম দেন। জবাবে গিয়াস উদ্দিনও হাত বাড়িয়ে দেন। এরপর দু’জনই একই সারিতে বসেন। তবে তাদের মাঝখানে অপর এক প্রার্থী বসেছিলেন। এ সময় সালাম বিনিময় ছাড়া তাদের মধ্যে আর কোনো কথাবার্তা হয়নি।
প্রতীক বরাদ্দ শেষে উভয়েই নিজ নিজ প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, ভোটারদের মন জয় করে তারা কতটা সফল হতে পারেন।



















