নারায়ণগঞ্জের ফতুল্লায় তালাকের নামে স্ত্রীর সাথে প্রতারনা অভিযোগ উঠেছে শাহাদাত হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার রাজারবাগ এলাকায়।
জানা যায় ২০২০ সালের ৯ সেপ্টেম্বর বন্দর ঘাট কাজী অফিস নারায়ণগঞ্জের বই নং ০৩/২০১৯ পৃষ্ঠা নং ৯২ ক্রমিক নং ৩৮/২০২০ কাবির মূলে ২ লাখ ৫০ হাজার টাকা দেনমোহরে ইসলামের শরীয়ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন রামারবাগ এলাকার সুলতান উদ্দিন এর ছেলে শাহাদাত হোসেনের সাথে টাঙ্গাইল জেলার জোয়াইন গ্রামের আব্দুল বাছেদ এর কন্যা লাকি আক্তারের সাথে বিবাহ হয়।
বিবাহর পর তাদের সংসার জীবনে একটি পুত্র সন্তান জন্ম হয়। যার নাম রাখা হয়েছে আস- সাফওয়ান হোসাইন (লাবন)। বিবাহের আট মাসের মাথায় স্বামী শাহাদাত হোসেন বিভিন্ন সময় স্ত্রী লাকি আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে এক পর্যায়ে স্বামী প্রতারণা করে তালাকের একটি অঙ্গীকারনামা তৈরি করে স্ত্রীর কাছ থেকে সই নিয়ে স্ত্রীকে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয়।
সেখানে সুচতুর শাহাদাত হোসেন তিনশত টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে উল্লেখ করেন যে,দেনমোহরের ২ লাখ টাকা ও সন্তানের ভরন-পোষনের জন্য দেড়লক্ষ টাকা অথ্যাৎ মোট সাড়ে তিনলক্ষ টাকা।
টাঙ্গাইল থেকে নারায়ণগঞ্জে এসে সাংবাদিকদের শাহাদাত হোসেনের তালাক দেয়া স্ত্রী লাকি আক্তার বলেন,তিনটি খালি ষ্ট্যাম্পে শাহাদাত হোসেন আমার কাছে স্বাক্ষর নিয়েছে এতটুকুই বলতে পারবো। কিন্তু ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাতে গিয়ে সকল কাগজপত্র বের করতে গিয়ে সেই তালাকের অঙ্গীকারনামা দলিলটি চোখের সামনে আসলে দেখতে পাই যে,আমার সাবেক স্বামী শাহাদাত হোসেন আমার সাথে প্রতারনা করেছেন।
তিনি বলেন,আমি লেখাপড়া না জানা একজন মেয়ে যার কারনে সেখানে কি লিখে আমার কাছে দেয়া হয়েছে তা সর্ম্পকে অজ্ঞাত। কিন্তু সাদা ষ্ট্যাম্পগুলো বের করার পরই দেখতে পাই যে,শাহাদাত হোসেন নিজেকে দায়মুক্তির জন্য নিজের খেয়ালখুশি মত সবকিছু লিখে সেটা আমাকে দিয়েছে।
লাকি আক্তার জানান, ৪ বছরের ছেলেকে নিয়ে আমি বর্তমানে খুবই নাজুকভাবে দিনানিপাত করছে। আমি এখনও আমার গ্রামের বাড়িতে অবস্থান করছি এবং শাহাদাত হোসেনের মুঠোফোনে (০১৬৩১-০০০০@@) যোগাযোগ করা হলে সেটা অপরিচিত একব্যক্তি তা রিসিভ করেন এবং উক্ত নম্বরে তাকে ফোন দিতেও বারন করেন।



















