জিএম ফিরোজ আলম,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে নিহত জেলে বেল্লাল ও লোকমান হোসেন খান উপজেলা সিনিয়র মৎস্য অফিস থেকে এক লক্ষ হাজার টাকার আর্থিক সহায়তার চেক পেলেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা দুইটায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে সিনিয়র মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: রাসেল, প্রানী স¤প্রসারন কর্মকর্তা মো: রোকনুজ্জামান, পল্লি উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম, বন কর্মকর্তা মনিরুল ইসলাম, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা পপি সাহা, প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।
উল্লেখ্য্য দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের আতাহার খাঁ পুত্র ও নিবন্ধিত জেলে বেলাল এবং উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামের মোঃ রমজান আলী খানের পুত্র ও নিবন্ধিত জেলে মোঃ লোকমান হোসেন খান নিহত হওয়ায় অনুদান হিসেবে প্রতিজন ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকার চেক উপজেলা মৎস্য অফিস হতে তারা গ্রহণ করেন।




















