মোঃ হারুন অর রশিদ:- জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৭১ সদস্যবিশিষ্ট পৌর কমিটি অনুমোদন দিয়েছি জেলা কমিটি।
জামালপুর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হােসেন যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমােদন দেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে পৌর বিএনপির দলীয় কার্যালয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দর কাছে কমিটি হস্তান্তর করেন পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, পৌর ওলামা দলের সভাপতি মোঃ আরিফ মিয়া, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহেদী,যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মানিক, সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন,পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলী প্রমুখ।
নতুন এই কমিটিতে সুরুজ্জামান বাবু-কে সভাপতি এবং মো. রাজিব মিয়া-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির গুরুত্বপূর্ণ কয়েকটি পদে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি আল মনসুর ময়াবিয়া মন্ডল, সহ-সভাপতি হাবিবুর রহমান তালুকদার, আবুল কালাম আজাদ, জানে আলম ও নজরুল ইসলাম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক মনু মিয়া, শাহ আলম মিস্ত্রি ও শুকুর আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক আক্তার হােসেন, (সহ-দপ্তর নিলয় হাসান রাকিব), প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন অর রশিদ, ছাত্র বিষয়ক সম্পাদক রহমত কিবরিয়া হিমেল, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা বেগম, কোষাধ্যক্ষ মােতালেব, ত্রাণ বিষয়ক সম্পাদক গৌতম মােদক, যুব বিষয়ক সম্পাদক হিসেবে আকাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নূর হক, কৃষি বিষয়ক সম্পাদক মোরশেদ মাোল্লা এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে নাহিদ দায়িত্বর পেয়েছেন।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তৃণমূল পর্যায়ে মৎস্যজীবী দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে এই ৭১ সদস্যের কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




















