এম,এ,হাসেম ইয়াতুননেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, শিক্ষা হচ্ছে মানুষের জ্ঞান অর্জন করার জন্য, আর জ্ঞান হচ্ছে সেটা যা,আপনে আমি জানি না ঐটা জানা, সেটা হচ্ছে জ্ঞান।
বৃহস্পবিার (২২ জানুয়ারি) সকালে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুল ও গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল (প্রাইমারী) অভিভাবক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, অর্জিত জ্ঞান ধারা ইহকালীন এবং পরকালীন কল্যাণ যাতে লাভ করা যায় সেই জন্য আমরা এই স্কুলে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে ধর্মীয় এবং নৈতিকতার শিক্ষা,কে সংযুক্ত করেছি।
যারা নতুন অভিভাবক, অভিভাবিকাবৃন্দ আপনাদের কে অনুরোধ জানাব আপনরা আমাদের বিদ্যালয়ের যে প্রসপেক্টাস আছে সেই প্রসপেক্টাসটা আপনারা মাঝে মাঝে একটু পড়ে দেখবেন এবং আমাদের লক্ষ, উদ্দেশ্য এবং বিদ্যালয় পরিচালনা করার নিয়ম কানুন লিপিবদ্ধ করা আছে।
আপনাদের সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে আপনাদের সন্তান, এই সন্তানদের,কে পড়ালেখা করার জন্য আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছেন, আমাদের করণীয়,কি, আপনাদের করণীয়,কি এই ব্যাপারেও আমাদের প্রসপেক্টাসে গাইড লাইন দেওয়া আছে।
আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান তিনটা পাটনার যৌথভাবে পরিচালনা করি, প্রথম পাটনার হচ্ছি আমরা যারা ব্যবস্থাপনা কমিটি এবং আমরা প্রিয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, আমরা প্রথম পাটনারের দায়ীত্ব পালন করে কাজ করি। দ্বিতীয় পাটনার হচ্ছেন আপনারা যারা অভিভাবক। তৃতীয় পাটনার হচ্ছে আমাদের ছাত্র-ছাত্রীরা। এই তিন পাটনারে মিলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করি।
গিয়াসউদ্দিন আরো বলেন, প্রতিদিন খোজঁ রাখবেন আপনার ছেলে মেয়ে কেমন সহকর্মীদের সাথে মিশে, এর মধ্যে কোন খারাপ বন্ধুদের সাথে সম্পর্ক হয়ে গেছে কি,না, যদি হয়ে যায় সাথে সাথে শাসনের চাবুক আপনাকে হাতে নিতে হবে এবং সেখান থেকে তাকে সরিয়ে আনতে হবে, বাহিরের কোন বন্ধুদের সাথে সে আড্ডা দিতে পারবেনা।
আপনারা প্রতিদিন স্কুলের শিক্ষক,শিক্ষিকাদের সাথে যোগাযোগ রাখবেন আপনার ছেলে মেয়ে ঠিকমত স্কুলে আসছে কি,না এবং স্কুল থেকে ছুটি নিয়ে অন্য কোথাও আড্ডা দিচ্ছে কি,না, আপনরা খোঁজ খবর রাখবেন এটা দ্বিতীয় পাটনার হিসেবে আপনাদের দায়ীত্ব।
আর আমরা যারা প্রথম পাটনার আরমা আমাদের দায়ীত্বটা আমরা পালন করব ইনশাআল্লাহ।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মহিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, শিশির ঘোষ অমর, এবাদুল হক, আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের প্রধান শিক্ষক কাজী ফারহানা আক্তার, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের (প্রাইমারী) প্রধান শিক্ষক শামীম মিয়াসহ শিক্ষক ও শিক্ষিকারা।
অনুষ্ঠানের পরিচলনা করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের সহকারী শিক্ষক ফারুক হোসেন।




















