মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
সারা বিশ্বের ন্যায় যশোরের বেনাপোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টমস দিবস–২০২৬ পালিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সকালে বেলুন ও কবুতর উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে বেনাপোল কাস্টমস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ঢাকার সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল হাকিম, কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর এবং মোঃ মাসুদ রানা, কর কমিশনার, কর অঞ্চল, যশোর।
এছাড়াও উপস্থিত ছিলেন সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন বেনাপোলের সভাপতি আলহাজ্ব মোঃ শামছুর রহমানসহ কাস্টমস, কর ও বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস হাউস বেনাপোলের জয়েন্ট কমিশনার অব কাস্টমস সাইদ আহমেদ রুবেল। পরে বাংলাদেশ কাস্টমসের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এরপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস সাকিব রায়হান মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং মূল প্রবন্ধের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জি এম আবুল কালাম কায়কোবাদ বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে কাস্টমস কর্মকর্তাদের আরও আন্তরিক হতে হবে। পাশাপাশি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সকল নাগরিককে কর ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সবশেষে সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফাইজুর রহমান কাস্টমস কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।




















