মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জে জাতীয়তাবাদী পৌর মহিলা দলের ৭নং ওয়ার্ড নির্বাচনী অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
২৬জানুয়ারি (সোমবার)বকশীগঞ্জ পৌর বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা নুসরাত জাহান বিথীর আয়োজনে এই কার্যালয়টি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
প্রধান অতিথির বক্তব্যে মানিক সওদাগর বলেন, সবাই’কে ঐক্যবদ্ধ হয়ে এম রশিদুজ্জামান মিল্লাত’কে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মাসুদ বকশী, সহ-সভাপতি জহুরুল হক, সহ-সভাপতি খাইরুল ইসলাম খোকা, সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল কাদির, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ, পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আল-মামুন, সদস্য সচিব আহাম্মেদ সায়েম সহ অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দলীয় ঐক্য ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।




















