মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জে ইসলামী আন্দোলনের বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারী (সোমবার) দুপুরে বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জামালপুর-১ (দেওয়ানগঞ্জ- বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মো. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি হুসাইন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি মুস্তাফা কামাল, সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, ইসলামী আন্দোলন বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ, দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরিফ খান রাসেল, সেক্রেটারি এইচ এম ইলিয়াস উদ্দিন আজাদ।
এ সময় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, নীতি ও নেতা ভাল না হলে দেশের কল্যান নাই।
এ সময় তিনি (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জে) আসনের মনোনীত প্রার্থী আব্দুর রউফ তালুকদার কে ভালো মানুষ উল্লেখ করে বলেন, তিনি একজন ভালো মানুষ সেই সাথে এখন ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন। আব্দুর রউফ তালুকদার কে হাতপাখা প্রতীকে নির্বাচিত করতে পারলেই এই এলাকার মানুষের শান্তি এবং উন্নয়ন হবে।
বিশাল কর্মী সমর্থকের সামনে আব্দুর রউফ তালুকদার কে হাতপাখা প্রতীক তুলে দেন এবং দোয়া করেন।




















