আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে আটক ভারতীয় বৈমানিককে দ্রুত ও নিরাপদে ফিরিয়ে দিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। বুধবার এক বিবৃতিতে এ কথা বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, বিমান বাহিনীর আহত সদস্যের ভিডিও প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের সব নীতি লঙ্ঘন করেছে পাকিস্তান।
এদিকে, নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে, নির্দেশের অপেক্ষায় না থেকে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে ভারতীয় সেনাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। বুধবার তিনবাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক এ নির্দেশনা দেন ভারতের প্রধানমন্ত্রী।
এরিমধ্যে, পাক-ভারতের মধ্যকার চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে সরাসরি আলোচনায় বসার তাগিদ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।