হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর সাপাহার দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত,তিলনা বালিকা বিদ্যালয় হল রুমে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সাপাহার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ¦ নুরুল হক মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই দূর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধ ও মাদক মুক্ত উপজেলা গড়তে,দূর্নীতির ক্ষতিগ্রস্থতা ও মাদকের কুফল বিষয়ে গুরুত্ব পূর্ন আলোচনা করা হয়।এসময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক’র পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিলনা ইউপি চেয়ারম্যান ও তিলনা ইউনিয়ন আ’লীগের সভাপতি মুসলিমউদ্দিন, সাপাহার চৌধুরী চাঁনমোহাম্মদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ¦ আব্দুল জলিল,তিলনা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ¦ রেজাউল ইসলাম,তিলনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার, সাপাহার দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক অধির চৌধুরী, তিলনা বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাকিল জাবেদ,সহকারী শিক্ষক একাব্বর হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে নওগাঁ জেলা শেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বালিকা বিদ্যালয়ের পক্ষ হতে তিলনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুসলিম উদ্দিন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।





















