ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে আগামী ১৫ এপ্রিল। সোমবার এক সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। মুম্বাইয়ে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের দল ঘোষণা করার কথা রয়েছে।
এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট ভারত। কোন ১৫ ক্রিকেটার ভারতের তৃতীয় বিশ্বকাপ জয়ের অভিযানে ইংল্যান্ড যাবে, এ নিয়ে গণমাধ্যমেরও আগ্রহ চূড়ায়। সম্প্রতি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা ক্রিকেটাররাই থাকবেন বিবেচনায়। তবে ব্যাটিংয়ের ৪ নম্বর স্থান নিয়েই যত জল্পনা-কল্পনা। অফ ফর্মের কারণে আম্বাতি রাইডুর সম্ভাবনা নেই বললেই চলে।
সম্প্রতি ভারত দলে অভিষেক হওয়া, রিশাভ পান্তকেই সেই জায়গায় অনেকেই দেখছেন। এছাড়া ভারতীয় গণমাধ্যমে উঠে আসছে লোকেশ রাহুলের নামও। আইসিসির বেধে দেয়া সময় অনুযায়ী আগামী ২৩ এপ্রিলের মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে প্রতিটি দলকে।