স্টাফ রিপোর্টারঃ- মহান ১লা মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষ্যে ১ মে ২০১৯ সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা প্রাইভেট কার ড্রাইভার সংঘের উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি শহরের চাষাড়াস্থ শহীদ মিনার থেকে শুরু হয়ে ২নং রেল গেইট আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সম্মুখ প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রাইভেট কার ড্রাইভার সংঘের সভাপতি শামছুল হকের সভাপতিত্বে উক্ত র্যালীতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি জসীম উদ্দিন আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
তাছাড়া এসময় জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি মোঃ উজ্জল ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান প্রধান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ও সদস্য মনিরুজ্জামান মনির, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক রিকি মাসুম মোসলেহ, নারায়ণগঞ্জ জেলা প্রাইভেট কার ড্রাইভার সংঘের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান ও মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, প্রচার সম্পাদক আসলাম, সহ-প্রচার সম্পাদক সুলতান সহ অন্যান্য নেতৃবৃন্দ উক্ত র্যালীতে অংশ নেন।