ঝিনাইদহের হরিণাকুন্ডুু উপজেলার পৌরসভাধীন হল বাজার থেকে তৌহিদুল ইসলাম তুহিন নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত তুহিন উপজেলার হরিণাকুন্ডুু আদর্শপাড়ার শাহজাহান মন্ডলের ছেলে। হরিণাকুন্ডু থানার কর্মকর্তা ইনচার্জ আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের একটি চৌকশ দল উপজেলার হল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা সহ তুহিনকে গ্রেফতার করে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে তিনি জানান। তার বিরুদ্ধে হরিণাকুন্ডু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।





















