উজ্জীবিত বাংলাদেশ নিউজ:- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার বিরুদ্ধে সাজা এবং তার নি:শর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরেন, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ,সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ । প্রতিবাদ সমাবেশে বক্তরা সরকারকে উদ্দেশ্য করে বলেন, বরফ গলতে শুরু করেছে । জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়ে তারা আরো বলেন। আমরা চাই দেশের স্বার্থে এই সংলাপ যেন সুফল বয়ে আনে। সংলাপ যেন মাঝ পথে থেমে না যায়। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেন তারা।