চোরদের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে নারায়ণগঞ্জ ৩শ শয্যা (খানপুর) জেনারেল হাসপাতাল। সর্বদা চোরদের আতংকে দিন রাত কাটাতে হচ্ছে রোগী সহ স্বজনদের।
হাসপাতালের উপ- পরিচালক (তত্ত¡াবধায়ক) ডাঃ মোঃ আবু জাহের চৌধুরী হাসপাতালে চুরির ঘটনায় সিকিউরিটি গার্ডের অভাবকে দায়ী করে বলেন,রোগী ও তাদের স্বজন সহ আমাদেরকে বেশী সচেতন হতে হবে।
শনিবার (১৭ আগষ্ট) সরেজমিন নারায়ণগঞ্জ ৩শ শয্যা (খানপুর) জেনারেল হাসপাতালে গিয়ে জানা যায়, এমন কোন দিন নেই হাসপাতালের অভ্যন্তরে চুরি,ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছেনা।
সবচেয়ে ভয়ংকর চুরির ঘটনা ঘটছে ২১ নং ওয়ার্ড ( শিশু ওয়ার্ডে)। গত ১১ আগষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে এসে ভর্তি করান মানিক মিয়ার স্ত্রী নাসিম বেগম তার শিশু কন্যা সোনালী (৭) কে। মানিক পেশায় দিনমজুর। ১৫ আগষ্ট রাতে ৫০০০/ টাকা হাসপাতাল হতে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরের দল।একই ওয়ার্ডে মদনপুর হতে শিশু কন্যা সুমাইয়া (৪) কে নিয়ে এসে ১০ আগষ্ট ভর্তি করান। প্রথমবার গত ১১ আগষ্ট মোবাইল ফোন সেট চুরি হয় সোনিয়ার। গত ১৬ আগষ্ট দ্ধিতীয়বার নগদ ৭০০০/ টাকা চুরি হয় তার। স্বামী শফিকুল ইসলাম থাকেন সৌদী আরব। মোবাইল চুরি হওয়ায় যোগাযোগ করতে পারছেন না বলে জানান। ১৩ আগষ্ট নজরুল ইসলামের কন্যা নাদিয়া তার ছোট ভাই নাহিয়ান কে হাসপাতালে ভর্তি করান। ১৪ আগষ্ট রাতে ৮০০০/ টাকা ও মোবাইল ফোন চুরি হয়।কাঁচামাল ব্যবসায়ী মাসুদের স্ত্রী লিপি বেগম ২ মাস বয়সী শিশু পুত্র কে নিয়ে ভর্তি হন। ১২ আগষ্ট রাতে তার ৫০০০/ টাকা চুরি হয়। এভাবে প্রতিদিন চুরি হলেও হাসপাতাল কর্তৃপক্ষ নির্বাক হয়ে আছে। নিচ্ছেননা চুরি ছিনতাই প্রতিরোধে কোন ব্যবস্থা। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা থাকছেন চুরি আতংকে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, কুমুদিনী বস্তির কিছু লোক চুরি ও ছিনতাইয়ের ঘটনাগুলোর সাথে জড়িত। ওদের সাথে হাসপাতালের কেউ জড়িত থাকতে পারে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্ত করলে চুরি ও ছিনতাই ঘটনার সাথে কারা জড়িত বের করা সম্ভব।
সাংবাদিকরা যখন চুরির স্থান দেখতে যায় পিছন পিছন ৭/৮ যুবক যায়। রোগীরা জানান এরাই চুরির ঘটনা গুলো ঘটিয়ে থাকে। ২১ নং ওয়ার্ডের প্রতিটি জানালার কাচের লক নষ্ট। সেগুলো ঠিক না করায় বাইরে থেকে চোরেরা রোগীরা ঘুমিয়ে পড়লে চুরি করে থাকে। অবাক কান্ড রাতের বেলা সিসিটিভি বন্ধ থাকে বলে জানান রোগীর স্বজন নাসিমা,নাদিয়া।
হাসপাতালের নার্স জাকিয়া জানান প্রায় হাসপাতালে চুরি হয়ে থাকে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ ৩শ শয্যা (খানপুর) হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ আবু জাহের চৌধুরী জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন,চোরের দল রোগী বেশে আসে। আমার জন্য লজ্জার বিষয় রোগী চুরির অভিযোগ নিয়ে আসে। চুরির ঘটনার জন্য পর্যাপ্ত সিকিউরিটির অভাবকে দায়ী করে বলেন,আমার নিজস্ব মাত্র ৫ জন লোক আছে যা অতি নগন্য। প্রয়োজন অস্ত্রধারী গার্ড। ৩০ জন আনসার সদস্য দেয়া হলে ভাল হয় সাথে কিছু পুলিশ। তিনি আরো বলেন,আমাদের সবাইকে সচেতন হতে হবে।
হাসপাতালে আগত রোগী ও তার স্বজনরা চোর ও ছিনতাইকারীদের গ্রেফতারে সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের হস্তক্ষেপ কামনা করেন।