ফতুল্লা প্রতিনিধিঃ- বি আই ডব্লিউ টি এ সি বি এ নারায়ণগঞ্জ শাখার আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান বলেন,একটি কু-চক্রী মহল ও পরাজিত শক্তি পূর্ব শত্রুতার জের ধরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন বি আই ডবিøউ টি এ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সি বি এ(রেজিঃ নং-বি-২১৭৬) বিরুদ্ধে মিথ্যা অপবাদ সহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১.০০টায় নারায়ণগঞ্জ টার্মিনাল ভবনে তার অফিস কক্ষে সাংবাদিকদের সাথে আলাপ কালে এ কথা বলেন।
মোঃ সিদ্দিকুর রহমান জানান,বি আই ডব্লিউ টি এ এ্যাম্পøয়িজ ইউনিয়ন বি-১৪৪০ নামে একটি সংগঠন ছিল। এ সংগঠনটি গত কয়েক বৎসর পূর্বে বন্ধ হয়ে যায়। ওই সংগঠনের কিছু সংখ্যক দুর্নীতিবাজ লোক যারা বিভিন্ন অপরাধে চাকরী হতে বরখাস্ত হয়েছেন। এদের মধ্যে মোঃ মজিবুর রহমান , মেডিকেল এটেনডেন্ট চিকিৎসা বিভাগ এর বিরুদ্ধে ১৫টি আইটেমের ঔষধ কম পাওয়ায় তা আত্মসাতের সামিল হওয়ায় গত ১৪/১২/১৬ইং তারিখে দপ্তর আদেশ নং-১৬৩০/২০১৬ মাধ্যমে সাময়িক বরখাস্ত করা হয়। মোঃ মাকসুদুর রহমান শুল্ক আদায়কারী বন্দর ও পরিবহন বিভাগ, বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ ও হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করার কারনে গত ১৪/১২/১৬ইং তারিখে অফিস আদেশ নং- ২৬২৯/২০১৬ মাধ্যমে সাময়িক বরখাস্ত করা হয়। সনজীব কুমার দাস , রেকর্ড কিপার,হিসাব বিভাগ বাঅনৌপক, খুলনা কর্তৃক ক্ষমতার অপব্যবহার ও খারাপ আচরন বিষয়ে দপ্তর আদেশ ৩৬৩/২০১৮ইং মাধ্যমে এ কে এম কায়সারুল ইসলাম , উপ-পরিচালক,বন্দর ও পরিবহন বিভাগ খুলনা নদী বন্দরকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে তদন্তের দায়িত্ব দেয়া হয়। সিদ্দিকুর রহমান আরো জানান,তারা চকরী হতে বহিস্কার হওয়ার পর হতাসা গ্রস্ত হয়ে মাদক, চুরি,ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পরছে বলে অভিযোগ রয়েছে। ইতিপূর্বে মাকসুদুর রহমান কেরানীগঞ্জ থানার একটি চুরি ও ডাকাতির মামলায় গ্রেফতার হয়ে প্রায় তিন মাস কারাভোগ করেছেন বলে জানা গেছে।