কপোত নবী : সোমবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাধাপাড়া মহাসড়ক এলাকা থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ঘোড়াপাখিয়া ঝিল্লিপাড়া মহল্লার নজরুল ইসলাম লুটুর ছেলে হাবিবুর রহমান (৩৩)।
জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে শিবগঞ্জ উপজেলার মাধাপাড়া মহাসড়ক এলাকা দিয়ে ফেনসিডিল পাচার হচ্ছে।
এ খবর জানার পর এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে হাবিবুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।