ভিসি নাসিরের পদত্যাগ দাবিতে ৬ষ্ঠ দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

শেয়ার করুন...

৬ষ্ঠ দিনেও ভিসি অপসারণের আন্দোলন চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে পঞ্চম দিনের মত বিরামহীন আন্দোলন চালিয়ে যাচ্ছে সাধারন শিক্ষার্থীরা।

 

ভিসি-র পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের একটানা প্রায় এক’শ ঘন্টা ব্যাপী বিরামহীন আন্দোলন ইতোমধ্যে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দেয়। এদিকে, আন্দোলনের মুখে গত শনিবার সকালে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হলেও অধিকাংশ শিক্ষার্থী হল ছাড়েননি। তবে কিছু সংখ্যক ছাত্রী হল ছেড়েছে। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে দিন-রাত বিরামহীন আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

 

শনিবার ক্যাম্পাসের বাইরে বিভিন্ন স্থানে বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন ও ভিসি’র একান্ত আস্থাভাজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলের সাবেক প্রোভস্ট বিএনপি-জামাত পন্থী বিতর্কিত শিক্ষক নেতা অধ্যাপক আব্দুর রহিম খানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন, আইন বিভাগের ডীন ও ভিসি’র একান্ত অনুগত অবসরপ্রাপ্ত জেলা জজ আব্দুল কুদ্দুস মিয়া ও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. শামসুল আরেফিন।

 

বিতর্কিত অধ্যাপক ড. আব্দুর রহিম খানকে তদন্ত কমিটির প্রধান করায় নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ ও সচেতন মহল।

 

রোববার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জের পৌরসভার মেয়র ও আওয়ামীলীগ নেতা কাজী লিয়াকত আলী লেকু, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর, সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিটু, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, আওয়ামীলীগ নেতা শেখ টুটুল, জেলা যুবলীগের সভাপতি জি এম সাহাবুদ্দিন আজম, সাধারন সম্পাদক এম বি সাইফ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষনা করেন। আওয়ামীলীগ নেতৃবৃন্দ শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করার অনুরোধ করলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

 

বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। আন্দোলনরত শিক্ষার্থীদের খন্ড খন্ড মিছিল আর শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সমগ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

 

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী এক শিক্ষার্থী জানান, যে কোন মূল্যে আমরা ভিসির পদত্যাগ চাই। আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা এই নৈতিক ও ন্যায্য আন্দোলন চালিয়ে যাব।

 

এর আগে ক্যাম্পাসের বাইরে বিভিন্ন স্থানে গত শনিবার বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর আন্দোলন আরও জোরালো হয়। শিক্ষার্থীদের ওপর এমন হামলার ঘটনার প্রতিবাদে সহকারী প্রক্টর মো. হুমায়ূন কবীর পদত্যাগ করেন। ক্যাম্পাস উত্তাল থাকায় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সহকারী প্রক্টর এমদাদুল হকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব শেষ পরিস্থিতি নিয়ে কথা হলে তিনি জানান, শিক্ষার্থীরা আগের মতোই আন্দোলন করে যাচ্ছে। তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হলেও তারা আমাদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হয়নি।

 

উল্লেখ্য, স¤প্রতি এক শিক্ষার্থী বহিষ্কার করে আলোচনায় চলে আসে বশেমুরবিপ্রবি। এ সময় উঠে আসে উপাচার্যের বিভিন্ন অন্যায় এবং দুর্নীতির বিষয়ও। যার প্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা উপাচাযের পদত্যাগ দাবি করে আন্দোলন শুরু করে।

 

ভিসি’র অপসারন এখন সময়ের ব্যাপার মাত্র বলে সচেতন মহল মনে করছেন। কেবল ভিসি’র অপসারনের মধ্য দিয়ে এ অবস্থার নিরসন হবে এবং বিশ্ববিদ্যালয়ে শান্তি ফিরে আসবে। বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে জামাত-বিএনপির এজেন্ট ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনকে অপসারন করে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন বলে তাদের প্রত্যাশা।

সর্বশেষ সংবাদ



» নারায়ণগঞ্জ-৫ আসনে রাজনীতির মাঠে আলো ছড়াচ্ছেন সাদরিল

» আমতলীতে পৃথক দুটি সংঘর্ষে ৮ জন আহত

» ফতুল্লায় পুলিশের সামনেই হামলার শিকার হন সাংবাদিক রাতুল

» ফতুল্লায় মাদকের চুনোপুঁটি নিয়ে টানাটানি রাঘব বোয়ালরা ধরা-ছোঁয়ার বাইরে

» ফতুল্লার ধর্মগঞ্জে চাদাঁ না দেওয়ায় প্রাননাশের হুমকী!

» বকশীগঞ্জে  বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

» সোনারগাঁয়ে খালের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

» সোনারগাঁয়ে স্বামী হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন,পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড

» জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চারাগাছ বিতরণ কর্মসূচি

» আমতলীতে নূরুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে সংবর্ধনা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, খ্রিষ্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভিসি নাসিরের পদত্যাগ দাবিতে ৬ষ্ঠ দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

শেয়ার করুন...

৬ষ্ঠ দিনেও ভিসি অপসারণের আন্দোলন চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে পঞ্চম দিনের মত বিরামহীন আন্দোলন চালিয়ে যাচ্ছে সাধারন শিক্ষার্থীরা।

 

ভিসি-র পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের একটানা প্রায় এক’শ ঘন্টা ব্যাপী বিরামহীন আন্দোলন ইতোমধ্যে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দেয়। এদিকে, আন্দোলনের মুখে গত শনিবার সকালে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হলেও অধিকাংশ শিক্ষার্থী হল ছাড়েননি। তবে কিছু সংখ্যক ছাত্রী হল ছেড়েছে। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে দিন-রাত বিরামহীন আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

 

শনিবার ক্যাম্পাসের বাইরে বিভিন্ন স্থানে বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন ও ভিসি’র একান্ত আস্থাভাজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলের সাবেক প্রোভস্ট বিএনপি-জামাত পন্থী বিতর্কিত শিক্ষক নেতা অধ্যাপক আব্দুর রহিম খানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন, আইন বিভাগের ডীন ও ভিসি’র একান্ত অনুগত অবসরপ্রাপ্ত জেলা জজ আব্দুল কুদ্দুস মিয়া ও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. শামসুল আরেফিন।

 

বিতর্কিত অধ্যাপক ড. আব্দুর রহিম খানকে তদন্ত কমিটির প্রধান করায় নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ ও সচেতন মহল।

 

রোববার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জের পৌরসভার মেয়র ও আওয়ামীলীগ নেতা কাজী লিয়াকত আলী লেকু, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর, সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিটু, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, আওয়ামীলীগ নেতা শেখ টুটুল, জেলা যুবলীগের সভাপতি জি এম সাহাবুদ্দিন আজম, সাধারন সম্পাদক এম বি সাইফ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষনা করেন। আওয়ামীলীগ নেতৃবৃন্দ শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করার অনুরোধ করলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

 

বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। আন্দোলনরত শিক্ষার্থীদের খন্ড খন্ড মিছিল আর শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সমগ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

 

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী এক শিক্ষার্থী জানান, যে কোন মূল্যে আমরা ভিসির পদত্যাগ চাই। আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা এই নৈতিক ও ন্যায্য আন্দোলন চালিয়ে যাব।

 

এর আগে ক্যাম্পাসের বাইরে বিভিন্ন স্থানে গত শনিবার বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর আন্দোলন আরও জোরালো হয়। শিক্ষার্থীদের ওপর এমন হামলার ঘটনার প্রতিবাদে সহকারী প্রক্টর মো. হুমায়ূন কবীর পদত্যাগ করেন। ক্যাম্পাস উত্তাল থাকায় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সহকারী প্রক্টর এমদাদুল হকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব শেষ পরিস্থিতি নিয়ে কথা হলে তিনি জানান, শিক্ষার্থীরা আগের মতোই আন্দোলন করে যাচ্ছে। তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হলেও তারা আমাদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হয়নি।

 

উল্লেখ্য, স¤প্রতি এক শিক্ষার্থী বহিষ্কার করে আলোচনায় চলে আসে বশেমুরবিপ্রবি। এ সময় উঠে আসে উপাচার্যের বিভিন্ন অন্যায় এবং দুর্নীতির বিষয়ও। যার প্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা উপাচাযের পদত্যাগ দাবি করে আন্দোলন শুরু করে।

 

ভিসি’র অপসারন এখন সময়ের ব্যাপার মাত্র বলে সচেতন মহল মনে করছেন। কেবল ভিসি’র অপসারনের মধ্য দিয়ে এ অবস্থার নিরসন হবে এবং বিশ্ববিদ্যালয়ে শান্তি ফিরে আসবে। বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে জামাত-বিএনপির এজেন্ট ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনকে অপসারন করে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন বলে তাদের প্রত্যাশা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD