পটুয়াখালীর দশমিনায় বুধবার দিনব্যাপী উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা পরিষদ , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি আব্দুর রশিদ তালুকদার কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মস‚চী পালন করা হয়েছে। এ কর্মস‚চিতে ছাত্রদলের নেতৃবৃন্দরা দুই শতাধিক চারা রোপন করবে বলে দলীয়স‚ত্রে জানান। উপজেলা ব্যাপি বৃক্ষরোপন কর্স‚সচীতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক যোবায়ের হোসেন আক্কাস, যুগ্ম-সাধারন সম্পাদক শাহরিয়ার রানা, দপ্তর সম্পাদক নিয়াজ রহিম রাফেদ, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাজিব, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আল আমিন প্যাদা, উপজেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ হাসান আহম্মেদ জিদনী, সহ-নাট্য সম্পাদক মোঃ রাকিব, সদস্য মোঃ নাঈম প্রমুখ।
বৃক্ষ রোপন কর্মস‚চী সম্পর্কে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নিয়াজ রহিম রাফেদ জানান পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষ রোপনের বিকল্প নেই এ দিক চিন্তা করে আমরা আমাদের উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মস‚চী পালন করি।