নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তের সোনাপুর মোড় রাস্তার পাশ থেকে বিজিবির অভিযানে ৪ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা গাজীপুরের গেদু মন্ডলের ছেলে মো. এজাবুর রহমান (২৮), নাটোরের আব্দুল খালেকের ছেলে মো. শাহজাহান সুমন (২৭), এবং গাজীপুরের আসাম উদ্দিনের ছেলে মো. বাদশা মিজান (২৭)।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভারত থেকে মাদকদ্রব্য নিয়ে কয়েকজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করবে। খবর পাবার পর শনিবার বিকেল ৪ টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মো. শাহজাহানের নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গ্রেপ্তারকৃত ৩ ব্যক্তির দেহ তল্লাশী করে ৪ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৮ হাজার টাকা।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মাহমুদুল হাসান পিএসসি মাদকদ্রব্যসহ ৩ ব্যক্তি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।