নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ৫৯ বিজিবির ২টি পৃথক অভিযানে ৩৩২ বোতল ফেনসিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সোনাপুর গ্রামের নিজামউদ্দিনের ছেলে মো. রবিউল ইসলাম (৪৩)।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোনামসজিদ বিওপি ও তেলকুপি বিওপির নায়েক মো. সালাম হোসেন এবং নায়েব সুবেদার মো. শাহিনুর রহমানের নেতৃত্বে শনিবার সকাল ৮ ও শুক্রবার রাত ৯টায় ৫৯ বিজিরি টহল দল পিরোজপুর ও তেলকুপির একটি মাঠ থেকে ৩৩২ বোতল ফেনসিডিলসহ রবিউলকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওয়াসিম নামে এক যুবক পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১৩ লাখ ৩৬ হাজার টাকা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি ফেনসিডিলসহ আসামী উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।