নিজস্ব প্রতিবেদক , চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সরকারের মোড় এলাকার তাঁতীপাড়া মহল্লা থেকে ২১ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধায় এ অভিযান পরিচালনা করা হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকারের মোড়ে অভিযান চালিয়ে ২১ জন বিভিন্ন বয়সী জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালতে ২১ জুয়াড়ীকে আনা হলে বিচারক প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন।
পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় জুয়া বন্ধ করতে জেলার ৫ থানায় নির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে পুলিশ রামচন্দ্রপুর হাট থেকেও বেশ কিছু জুয়াড়ীকে গ্রেপ্তার করেছিল। এ সব এলাকায় বিভিন্নস্থানে জুয়ার আসর বসে প্রতিনিয়ত।