নওগাঁর রাণীনগর থানাপুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে মাসুদুর রহমান (৩৫) নামে এক জুয়ারিকে আটক করেছে। এঘটনায় ১৬ জনের নামে জুয়া খেলার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। আটক মাসুদুর রহমানকে গতকাল শুক্রবার আদারতে প্রেরণ করা হয়েছে।
রাণীগর থানাপুলিশ জানান, উপজেলার পারইল মাঝী পাড়া এলাকায় মাঠের মধ্যে ঝোপের ভিতরে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে । এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই হাফিজুল ইসলাম অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে মাসুদুর রহমানকে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায় । আটক মাসুদুর রহমান বগুড়ার আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে । এঘটনায় একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই হাফিজুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ আরো ৮/১০জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেছেন বলে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক জানিয়েছেন।