নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় এক যুকককে ১২ বছর কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শওকত আলী একমাত্র আসামীর উপস্থিতিতে এই দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত আশরাফুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা চাকপাড়া গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে।
সরকারী আইনজীবী আঞ্জুমান আরা মামলার বরাতে জানান, ২০১৮ সালের ৫ মার্চ দিবাগত রাত সোয়া ১টার সময় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে নিজ বসত বাড়ি থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন আশরাফুল।
এ ঘটনায় ৬’মার্চ সদর থানায় মামলা করেন র্যাবের তৎকালীন ডিএডি শফিকুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তৎকালীন এস.আই রজব আলী ২০১৮ সালের ৩১’ মার্চ আসামী আশরাফুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্যশীট দাখিল করেন।
৬ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আশরাফুলকে দোষি সাব্যস্ত করে রায় ঘোষণা করেন।