মোঃ ওমর ফারুক :- শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সরকারি বই বোঝাই একটি ট্রাক উল্টে ট্রাক ড্রাইভার আব্দুর রহিম (২২) নামের এক ব্যক্তির নিহত হন। এতে খাদে পরে পানিতে ভিজে অনেক বই নষ্ট হয়ে গেছে। সোমবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার খেজুরতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় ট্রাক হেলপার ও প্রকাশক প্রকাশকের প্রতিনিধি
ট্রাক থেকে লাফ দিয়ে প্রাণ বাচান। জানা যায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ৮ম শ্রেণীর ২০২০ সালের জন্য মুদ্রিত ৯৫ হাজার বই নিয়ে ঢাকা মেট্রো -ট,১৬-৫৮৯৯ নং ট্রাকটি ঢাকা থেকে শরীয়তপুরের ডামুড্যা আসার পথে শরীয়তপুর- ডামুড্যা সড়কের পাশে কচুরিপনার ডোবার খাদে পরে দূর্ঘটনা ঘটে।
এ ব্যপারে ডামুড্যা থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, সোমবার ২২ অক্টোবর সন্ধ্যায় ৬ টার দিকে ঢাকা থেকে সরকারি বই নিয়ে আসা ট্রাকটি খেজুরতলা নামক স্থানে কচুরিপনা ডোবার খাদে পড়ে যায় এবং আজ মঙ্গল বার ২২ অক্টোবর ১১ টার সময় ট্রাকের নিচে চাপাপরা অবস্থায় এক জনের মৃত দেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন বলেন খাদে পরা ট্রাকটিতে শরীয়তপুর সদর,ভেগরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার জন্য ৮ ম শ্রেণীর বই ছিল,কিন্তুু এ বই শরীয়তপুর ও ভেগরগঞ্জ উপজেলায় আগে সংস্লিস্টদের কাছে বুঝিয়ে দিয়ে পরে ডামুড্যায় আসার কথা ছিল কিন্তুু তা না করে কেন ডামুড্যায় আগে আসলো এবং কি কারনে দুর্ঘটনা ঘটলো তা নির্নয়ে সহকারী কমিশনার ভুমি আবদুলাহ আল মামুন কে আহবায়ক ও মাধ্যেমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল মুকীম ও সহকারী মাধ্যেমিক অফিসার গিয়াস উদ্দিন আহম্মেক সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত, কমিটিকে আগামী ২৪ ঘন্টার ভিতরে রিপোর্ট দিতে বলা হয়েছে রিপোর্ট হাতে পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।