নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর এলাকা থেকে বাল্যবিয়ের দায়ে বর ও শাশুড়ির ১ বছর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্তরা শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা গ্রামের গোলাম মোস্তফার ছেলে বর জাহাঙ্গীর (২৯) ও চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর গোডাউন এলাকার সোহেল রানার স্ত্রী ও বরের শাশুড়ি সুমেরা বেগম (৩৬)। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় বাল্যবিয়ের অভিযোগে উপজেলার রাণীবাড়ি চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বর জাহাঙ্গীর ও শাশুড়ি সুমেরাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বরের ১ বছর ও শাশুড়ির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।