নূরুল ইসলাম নুরুঃ- হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা কালিপূজা উপলক্ষে ফতুল্লার দাপাইদ্রাকপুরে চন্দ্রাবাড়ি কালি মন্দিরে গত ২৭ অক্টোবর রাত ১১ টায় শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরের সেবায়েত শ্রী শম্ভু কবিরাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী শিপন সরকার শিখন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদো সভাপতি অরুন কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদো সাধারন সম্পাদক প্রদীপ কুমার দাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, সহ সভাপতি রনজিত মোদক, সাধারন সম্পাদক অরুন দাস, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূরুল ইসলাম নূরু প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি শিপন সরকার শিখন তার বক্তব্যে বলেন,বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ । এখানে আমরা হিন্দু-মুসলমান একত্রে বসবাস করে আসছি এবং আমরা যার যার ধর্ম-কর্ম শান্তিপুর্ণভাবে পালন করে আসছি। আমাদের উৎসবে মুসলিম সম্প্রদায়ের লোকজন সহায়তাকরে থাকেন। আমরা ও তাদের নিমন্ত্রনে অংশ গ্রহন করে থাকি। এই রীতি-নীতি আদি কাল থেকে চলে আসছে। অপর দিকে ফতুল্লা রেললাইন বটতলা হরিজন কলোনীতে রাত ১০ টায় দীপাবলির মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক শ্রী বীরেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারয়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী শিপন সরকার শিখন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাস,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রদীপ কুমার দাস , ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত মন্ডল, সহসভাপতি রনজিত মোদক, সাধারন সমপাদক অরুন দাস,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূরুল ইসলাম নূরু,যুবলীগ নেতা মেহেদী হাসান শাহিন প্রমুখ।অনুষ্ঠানের সভাপতি বীরেন বাবু বটতলায় রেল লাইনের পাশে অস্থায়ী ভাবে বসবাস রত প্রায় ২৬টি হরিজন পরিবারের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন , এ সময় প্রধান অতিতি সহ অতিথিবৃন্দ তাদেরকে সহায়তা করার আশ্বাস দেন এবং আগামীতে যাতে এই হরিজন সম্প্রদায় এখানে হিন্দুদের বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গা পূজা পালন করতে পারেন, এ ব্যাপারে সর্বাত্তক সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দেন।