নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা ছাত্রাজিতপুর ইউনিয়নের সাবেক মেম্বার মো. আরমান আলী ২৮ অক্টোবর সোমবার দুপুর ৩টার দিকে নিজস্ব বাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৫ বছর।
মরহুম আরমান আলী স্ত্রী, চার ভাই, এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ছত্রাজিতপুর কেন্দ্রীয় গোরস্থানে অনুষ্ঠিত হবে এবং সেখানেই দাফন করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসারি মরহুম আরমান আলী ১৯৮০ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত হাডুডু ও ফুটবল খেলার রেফারির দায়িত্ব পালন করেছেন। তাঁর ছেলে আমিনুল ইসলাম বাবার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।