নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম, বিপি এর পদোন্নতি হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন তিনি। ২৮ অক্টোবর সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপণে এ তথ্য জানা যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ অধিশাখা)’র উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপণে ৮ জন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি পাওয়া অন্য পুলিশ কর্মকর্তারা হলেন, যশোর জেলার পুলিশ সুপার মো. মইনুল হক পিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াস শরিফ পিপিএম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ পিপিএম, চট্রগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম, বিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন খান, পিপিএম, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক আনোয়ার হোসেন খাঁন, বিপিএম, পিপিএম ও ময়মনসিংহ জেলার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বিপিএম।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মঈনুদ্দীন মন্ডল, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, বুলেটিন বাংলাদেশের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সামিউল হক লিটন, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।