নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :- চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, দৈনিক গৌড় বাংলা, রেডিও মহানন্দা এবং প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান প্রয়াসের নির্বাহী পরিচালক, দৈনিক গৌড় বাংলার সম্পাদক, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলে ই-খোদা, দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক ফিরোজ আলম, প্রয়াস ফোক থিয়েটারের টিম লিডার মনিরুল ইসলাম।
আরো উপস্থিত ছি্লেন, পীস প্রজেক্টের রিপোর্টি এ্যান্ড ডকোসেন্টশন ফাহামিদা আক্তার ঊষা, প্রযোজক নয়ন আলী, মৌটুসী চৌধুরী, সিনিয়র পার্ফমার রিতা খাতুন। এ সময় পুলিশ সুপার ধন্যবাদ জানান এবং একে অপরের সাথে কুশল বিনিময় করেন।