জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের সদস্য সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠান ও কমিটি নিয়ে নারায়নগঞ্জ আদালত প্রাঙ্গণে নারায়নগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবিদের মধ্যে দুই তরফা হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩১অক্টোবর) দুপুরে সদস্য সংগ্রহ অনুষ্ঠানটি নিয়ে ঘটে এই ঘটনাটি। সকালে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের উদ্বোধন অনুষ্ঠানের স্থান নিয়ে প্রথমে এড.সরকার হুমায়ন কবির এবং এড.শরিফুল ইসলাম শিপলুর সাথে কথা কাটাকাটি এবং এক পর্যায় দুই জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে আদালতে। অপরদিকে নারায়নগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবি সদস্য সংগ্রহ উপলক্ষ্যে এড.তৈমূর আলম খন্দকারকে প্রধান তত্ত্বাবধায়ক করে এড.সাখাওয়াত হোসেন খান,এড.আব্দুল বারী ভূইয়া,এড.সরকার হুমায়ন কবির,এড.আব্দুল হামিদ ভাসানী,এড.খোরশেদ আলম মোল্লা,এড.ফাতেমা বেগম,এড.বোরহান উদ্দিন সরকার, এড.আজিজুল মামুনকে সার্বিক তত্ত্বাবধানে একটি ৯সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ৯সদস্যসের কমিটি নিয়ে অনেক আইনজীবি দ্বিমত পোষন করেন।
এ নিয়ে এড.আবু আল ইউসুফ টিপু এড.খোরশেদ আলম মোল্লাকে ধাক্কা দেন এবং এড.তৈমূর আলম খন্দকারের সাথে এক পর্যায় কথা কাটাকাটি। ৯সদস্যের এই কমিটি নিয়ে নারায়নগঞ্জ অনেক আইনজীবি ক্ষিপ্ত হোন ও অনেক আইনজীবি বলেন টাকা খেয়ে এই কমিটি করা হয়েছে এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহের ফর্ম না পূরন করার সিদ্ধান্ত নেয়।
সকালের ঘটনার ব্যাপারে এড.শিপলুর কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি জানান,সকালে যখন কোর্টে আসি তখন জায়গাটা অপরিষ্কার ও ময়লা ছিলো তখন আমি খোরশেদ ভাইকে বলি এখানে কিভাবে উদ্বোধন অনুষ্ঠানটি করবেন। তিনি জানান আমরা মাঠের কর্মী আমাদের খোলা জায়গায় মিটিং মিছিল সভা সমাবেশ করে অভ্যাস আছে। তারপরই হুমায়ন ভাই এসে আমার সাথে কথা কাটাকাটি শুরু করে দেয়।তাই সকালে এই নিয়েই একটু ঝামেলা হয়েছে।
অন্যদিকে ৯সদস্য কমিটি নিয়ে দ্বিমত পোষন করে এড.আবু আল ইউসুফ টিপু বলে,আমি ১৬বছর ধরে এই পেশায় আছি। অল্প বয়স থেকেই বিএনপির রাজনীতি করে আসছি। সেখানে আমাকে বাদ দিয়ে কিভাবে ৯সদস্যের কমিটি করে। আজিজুল মামুন কত বছর ধরে আসছে ওর কমিটিতে কিভাবে নাম আসে যেখানে বিএনপির কত সিনিয়র আইনজীবী থাকতে এই কমিটি আমি মানি না।এই কমিটি যথা উপযুক্ত হয়নি।