গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হোসনে আরা বেগম অন্তরা (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের নিজ বাড়ী থেকে শুক্রবার রাতে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ হোসনে আরা বেগম অন্তরা প্রবাসী মো: রহিম মোল্যার স্ত্রী।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক শাহ জামাল জানান, পারিবারিক বিষয় নিয়ে মোবাইল ফোনে প্রবাসী স্বামী ও পরিবারের লোকজনের সাথে কথা কাটাকাটি হয় হোসনে আরা বেগম অন্তরার। এরপর সন্ধ্যায় পরিবারের লোকজন নিজ ঘরের মধ্যে ওড়নার সাথে অন্তরার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। পরে রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, মরদেহ ময়না তদন্তের জন্য শনিবার সকালে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে না কি আত্মহত্যা করেছে তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।





















