উজ্জীবিত বাংলাদেশ:- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার বলেছেন, নারায়ণগঞ্জ জেলার মধ্যে যেসব নেতারা তৃণমূলের কাছে গ্রহণযোগ্য তাদেরকেই দল মনোনয়ন দেউক এমনটাই আমরা জেলা বিএনপির নেতাকর্মীরা চাই।
জেলার ৫টি আসনেই দলের নেতাকরমিদেরসাথে সম্পৃক্ত, বিগত দিনের নেতাকর্মীদের পাশে থাকা প্রত্যাশীদেরকেই যেন মনোনয়ন দেয়া হয়। এতে দলের সাধারণ নেতাকর্মী ও মানুষের মধ্যে প্রার্থীকে নিয়ে আস্থার সৃষ্টি হবে। হটাত করেই নির্বাচনের খবরে ততপর হওয়া নেতাদের মনোনয়ন না দিতেও অনুরোধ করেন তিনি। নির্বাচনের প্রার্থীদের সাক্ষাত শুরু হবার পর দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের ৫টি নির্বাচনী আসনেই বিএনপির অর্ধশতাধিক নেতারা মনোনয়ন কিনেছেন। তাদেরকে ২১ নভেম্বর দুপুরে দলের গুলশান কার্যালয়ে সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারন করেছে দল। ২১ তারিখ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে তাদের সাক্ষাৎকার নেবেন।





















