কুয়াকাটা নিউজ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নে সংসদ সদস্য সেলিম ওসমানের বরাদ্ধকৃত অর্থে ড্রেন ও আরসিসি রাস্তার চালাই নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
গোগনগর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের ঢাকা – মুন্সিগঞ্জ সড়ক হতে জসিমউদ্দিন এর বাড়ি পর্যন্ত এবং হোসেন মাতবরের বাড়ি হতে ইসলাম ফকিরের বাড়ি পর্যন্ত ড্রেন ও আরসিসি রাস্তার ঢালাই নির্মান কাজ দ্রুত গতিতে চলছে।
সংসদ সদস্য সেলিম ওসমান তার নির্বাচনী এলাকায় উন্নয়নমুলক কাজ করার জন্য প্রত্যেক মেম্বারকে ২০ লাখ টাকা করে বরাদ্ধ দেন।
সেই অর্থে প্যানেল চেয়ারম্যান নুর হোসেন সওদাগর, ৫ ও ৬ জন ওয়ার্ডে নির্বাচিত মেন্বার রফিকুল ইসলাম রফিক,৬ নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন নির্মান কাজ তদারকি করছেন।
নির্মাণ কাজ তদারকি কালে উপস্থিত ছিলেন, সমাজসেবক কাশেম আলী,কামাল হোসেন,নুরু ফকির,মোহাম্মদ মামুন প্রমুখ।
রফিক মেম্বার বলেন,আমাদের জাতীয় সংসদ সদস্য দানবীর ও উন্নয়নের রুপকার সেলিম ওসমান গোগনগরের উন্নয়নের যে অর্থ বরাদ্ধ দিয়েছে তার কাজ দৃশ্যমান হয়েছে।কিছুদিন পর এটার উদ্ধোধন করা হবে।আমরা এলাকাবাসীর পক্ষ থেকে উন্নয়নের জন্য অর্থ বরাদ্ধ দেয়ায় তাকে ধন্যবাদ জানাচ্ছি। উন্নয়নের স্বার্থে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্নরায় ভোট দিয়ে সেলিম ওসমান কে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহবান জানান।