নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার এক অনিয়মিত মহিলা কর্মচারী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছে।
সোমবার সকালে রহনপুর বাজার এলাকায় নিমার্ণাধীন নতুন পৌর ভবনের পাশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রহনপুর পৌরসভার অনিয়মিত কর্মচারী জালিবাগান মহল্লার কচির স্ত্রী এক সন্তানের জননী মমতাজ বেগম (২৫) স্বামীর উপর অভিমান করে কীটনাশক পান করে। এতে সে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ প্রসঙ্গে রহনপুর পৌর মেয়র তারিক আহমেদ জানান, স্বামী-স্ত্রীর বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।